চট্টগ্রাম বন্দরে দুই কন্টেইনার পণ্য আটক

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে হংকং থেকে মিথ্যা ঘোষণায় আনা দুই কোটি টাকা মূল্যের ইলেক্ট্রনিক্স পণ্য ভর্তি দুটি কন্টেইনার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার দুপুরে কন্টেইনার দুটিতে ঘোষণা বহির্ভূত ভাবে আনা ২৯ টন পণ্য বেশি পাওয়া গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হোসেন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা চালানে ৬৪ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। গত ৯ জুন ঢাকার নওয়াবপুর রোডের আমদানিকারক প্রতিষ্ঠান পুষ্প ইলক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিকের পক্ষে বিল অব এন্ট্রি দাখিল করে সিএন্ডএফ এজেন্ট রাইয়ান ট্রেডিং লাইন। বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক কম্পোনেন্ট, পার্টস ও অ্যাক্সেসরিস ঘোষণায় চালানটি খালাসের চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খালাসের সময় আটক করা হয়।

তিনি আরো বলেন, সোমবার কায়িক পরীক্ষায় ২৪টি আইটেমের মধ্যে ২০টি আইটেমে অতিরিক্ত পণ্য পাওয়া যায়। এছাড়া মিথ্যা ঘোষণায় আনা মোটরসাইকেল বিয়ারিং, ল্যাম্প ও মিনি ফ্যান পাওয়া গেছে। আমদানিকারক ৩৬ টন ঘোষণা দিলেও দুটি কন্টেইনারে ২৯ টন পণ্য বেশি পাওয়া গেছে। এর মধ্যে ৬৪ হাজার পিস পণ্য বেশি পাওয়া গেছে। এর মধ্যে রিমোট কন্ট্রোল, ইউএসবি ড্রাইভ, টিভি কার্ড রয়েছে। মিথ্যা ঘোষণা এবং অতিরিক্ত পণ্য এনে ৬০ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল আমদানিকারক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।