প্রতিমা বিসর্জন কর্মসূচির ব্যয়ভার বহন করবে চসিক

cccচট্টগ্রাম: পতেঙ্গা সমুদ্র সৈকত, অভয়মিত্র ঘাট ও কালুরঘাট কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন কর্মসূচির যাবতীয় ব্যয়ভার বহন করবে সিটি কর্পোরেশন (চসিক) বহন করবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাথে এক মতবিনিময় সভায় চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন এ ঘোষনা দেন। সোমবার সকালে নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন ও পূজা কমিটির স্বেচ্ছাসেবক বৃন্দ সমন্বয় সাধন করে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মন্ডপের আশপাশ এলাকা আলোকিত করা, রাস্তা সংস্কার করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করবে। প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি পূজা মন্ডপে জেনারেটর বাবদ ৫ হাজার টাকা করে প্রনোদনা দেবে।

এ ছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকত, অভয়মিত্র ঘাট ও কালুরঘাট কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন কর্মসূচির যাবতীয় ব্যয় ভার সংশ্লিষ্ট কাউন্সিলরের মাধ্যমে সিটি কর্পোরেশন বহন করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পূজা মন্ডপসহ সেবক কলোনী সমূহের পূজা মন্ডপের খরচ চট্টগ্রাম সিটি কর্পোরেশন বহন করে থাকে।

তিনি বলেন, দুর্গোৎসবে কেবল মাত্র সনাতন ধর্মীয় সম্প্রদায়ই অংশ গ্রহন করে না । এ উৎসবে দল-মত নির্বিশেষে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহণ করে। উৎসব চলাকালিন সময়ে সকল ধরনের অধর্মীয় ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন সহ মতবিনিময়ে অংশ গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, বিদ্যা লাল শীল, সাবেক সাধারণ সম্পাদক অর্পন কান্তি ব্যানার্জী উপস্থিত ছিরেন।

উল্লেখ্য আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত নগরীর ২৮৪টি পূজা মন্ডপে এই উৎসব অনুষ্ঠিত হবে।