চট্টগ্রাম: চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে ডঃ এস এম নজরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি পূর্বের ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও সরকারী কর্ম কমিশনের সচিব মোঃ শাহজাহান আলী মোল্লা এর স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, ডঃ এস এম নজরুল ইসলাম ১৯৪৮ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৬৯ সালে বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ১৯৭৫ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং, ১৯৭৯ সালে পি এইচ ডি এবং ১৯৮৫ সালে পেট্রোলিয়াম এনার্জিতে এডভান্স ট্রেনিং লাভ করেন। ১৯৭০ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অবইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (বুয়েট) এ প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি বুয়েটের বিভিন্ন ফেকাল্টির চেয়ারম্যান, ডিন এবং বিভিন্ন কমিটির সদস্য ছিলেন। এবং তিনি বুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি কানাডা, নাইজেরিয়া ,লিবিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিন ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বিপিইআরবি, আই ই বি ঢাকা’র চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, এছাড়া অসংখ্য দেশী বিদেশী প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি নিপা ফাউন্ডেশন গোল্ড মেডেল-১৯৯৯, আই ই বি গোল্ড মেডেল-২০১৪, ১৯৬৭-১৯৭৯ কমনওয়েল্থ স্কলারশিপ, ১৯৭৬-১৯৭৭ কানাডা উইন্ডসর বিশ্ববিদ্যালয়ের গ্রেজুয়েট স্কলারশিপ, ১৯৬৮-১৯৬৯ সিটো স্কলারশিপ পান।
