চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে সেন্ট প্লাসিডস হাই স্কুলের একটি পুরোনো দেয়াল ধ্বসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর বলুয়ার দীঘির পাড় এলাকার বাসিন্দা মাসুদুল হক (৪০) ও তার ছেলে লামাবাজার স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তৌসিফ মাহিদ (১৩)।
জানা গেছে, সেন্ট প্লাসিডস হাই স্কুল প্রাঙ্গণের বাইরে মূল সড়কের বিপরীত দিকে রয়েছে স্কুলের মালিকানাধীন মাঠ। ওই মাঠের পশ্চিম পাশের সীমানা দেয়ালটির ২০-২৫ ফুট অংশ ধসে পড়েছে। এ সময় তার পাশ দিয়ে যাচ্ছিলেন মাসুদুল হক ও তার সন্তান তৌসিফ মাহিদ। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনার সময় স্কুল মাঠের সংস্কারের কাজে এস্কক্যাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছিল। এছাড়া অনেক পুরনো হওয়ায় দেয়ালের নিচ থেকে মাটি সরে পড়েছিল। এসময় যন্ত্রটির কম্পন ও দেয়ালের নিচের মাটি সরে যাওয়ায় দেয়াল ভেঙে পাশের রাস্তায় বাবা-ছেলের উপর পড়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া জানান, গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে সেন্ট প্লাসিডস স্কুলের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ রোজারিও বলেন, এক সপ্তাহ আগে স্কুল মাঠের সংস্কার কাজ শুরু হয়েছে। এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। আমরা খুবই মর্মাহত ও দুঃখিত।
