চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আনসার সদস্যদের গুলিতে এক যুবক নিহত হওয়ার ২৪ ঘন্টা পরও মামলা হয়নি। মঙ্গলবার রাত ৮টার দিকে বড়দীঘির পাড়ের সেকান্দার কলোনি বস্তিতে এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর (২২) ওই এলাকায় একটি মুদি দোকান চালাতেন। তিনি উপজেলার বড় দীঘির পাড় এলাকার কোরবান আলী সওদাগরের ছেলে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সেকান্দার কলোনির লোকজন রাতের বেলা তাস খেলার সময় আনসার সদস্যদের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। এরপর লোকজন জড়ো হয়ে ক্যাম্পের দিকে আসছে দেখে আনসার সদস্যরা গুলি করে।
এদিকে নিহতের বাবা কোরবান আলী বলেন, মোবাইল চুরির অভিযোগে কলোনির থেকে আনসার সদস্যরা দুই যুবককে ধরে নিয়ে যায়। এর প্রতিবাদ করতে গেলে জনতার ওপর গুলি চালানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, আকবরকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, কি কারণে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বুধবার রাত ৮টা পর্যন্ত কোন মামলা হয়নি।
