বিকালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া : ফাইনালে লড়াইয়ের আগে নিয়মরক্ষার ম্যাচে আজ (বুধবার) বিকালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামছে টাইগাররা। যদিও বৃষ্টিতে পণ্ড হয়েছিল প্রথম সাক্ষাত।

ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ জয় হবে বড় অর্জন। ওয়েস্ট ইন্ডিজকে পরপর দুই ম্যাচে হারিয়ে সহজেই ফাইনালে গেছে বাংলাদেশ। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সিরিজে এখনও হারেনি লাল-সবুজ জার্সিধারীরা। এ ম্যাচ অপরাজিত থাকার মিশন তাদের।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)/তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান/রুবেল হোসেন।

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, মার্ক এডায়ের, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র‍্যানকিন, টিম মুরতাঘ ও জশ লিটল।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি, মাছরাঙা ও বিটিভি।

একুশে/ডেস্ক/এসসি