ভর্তুকি দামে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের চাল-চিনি বিক্রি শুরু


চট্টগ্রাম: পবিত্র রমজান উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মধ্যে ভর্তুকিতে চাল ও চিনি বিক্রি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)।

প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে থেকে একজন ২ কেজি চিনি, ৫ কেজি চাল এবং ১ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। সেখানে ২৫ টাকায় চাল, ৪০ টাকায় চিনি ও ৭০ টাকায় ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় মেয়র বলেন, গরিব ও দুস্থ মানুষের কল্যাণে প্রতি রমজানে এ ধরনের মহতী কাজের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার। এবারও কম দামে চাল ও চিনি বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আশা করি এই কার্যক্রম তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

সব ধরনের করপোরেট প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতা বোধ থেকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এএম মাহবুব চৌধুরী, পরিচালক লিয়াকত আলী চৌধুরী, মো. জসিম উদ্দিন চৌধুরী, ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।