
আন্তর্জাতিক : আসছে এক ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘মহাসেন’। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এটি উত্তর-পূর্ব ভারতে মহাসেন আছড়ে পড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মহাসেনের প্রভাব পড়বে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। এর প্রভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় ও প্রবল বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে মহাসেন ভারতের উপর দিয়ে গিয়ে চট্টগ্রামের কাছে খেপুপারা এবং টেকনাফের মধ্যে দিয়ে মায়ানমারে প্রবেশ করবে।
আগামী তিন দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষ ও প্রশাসনকে প্রাকৃতিক দুর্যোগের জন্য তৈরি থাকতে বলেছেন নাগাল্যান্ডের হোম কমিশনার টেমজেন টয়।
একুশে/ডেস্ক/এসসি
