চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরার অদূরে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার ও ‘খাজা আজমীর-২’ নামে একটি ট্রলার জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আব্দুল হামিদ ওরফে আব্দুল¬াহ (২৪), সনসু আলম (৩০), মোঃ আলতাছ (৪৮), মোঃ বদি আলম (৫২), মোঃ জসিম উদ্দিন (২১), আকতার কামাল (৩৬), মোঃ নাছির (৩৮)।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বলেন, গোপন সূত্রে আমরা জানতে পারি, মাদক ব্যবসায়ী চক্র মাছের ব্যবসার আড়ালে ইয়াবার চালান মায়ানমার হতে চট্টগ্রামে নিয়ে আসছে। গহিরার একটি মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারের আড়ালে বিপুল পরিমান ইয়াবা মায়ানমার হতে চট্টগ্রামে নিয়ে আসছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকেই সাগরে আমরা টহল শুরু করি।
তিনি বলেন, টহলের এক পর্যায়ে রাত ১১টার দিকে গভীর সমুদ্রে একটি ফিশিং ট্রলারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ট্রলারটিকে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যেতে থাকে। এরপর ট্রলারটিকে ধাওয়া করে আটক করা হয়। এরপর ট্রলারে তল্লাশী করে ৫ লাখ পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা মিফতাহ বলেন, গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ইয়াবার মালিক তিনজন। এরা হলেন আনোয়ারার রায়পুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মালেক (৩৫) এবং মোঃ আব্দুল খালেক (৩৮) ও আনোয়ারার দক্ষিণ পূর্ব পাড়া এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।
