চট্টগ্রামে অসহায় মানুষের জন্য পুলিশের ইফতার আয়োজন


চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উদ্যোগে অসহায় মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার নগরের ও আর নিজাম রোডস্থ সিএমপির উপ-কমিশনার (উত্তর) এর নতুন কার্যালয়ে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরবত, খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও জিলাপির এই আয়োজনে শখানেক অসহায় মানুষ ও পথচারীরা ইফতার করেছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান ও পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দেবদূত মজুমদার উপস্থিত থেকে আগতদের স্বাগত জানান ও সার্বিক বিষয় তদারকি করেন।

জানতে চাইলে উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, নতুন কার্যালয় উদ্বোধনের আগে চালু করে অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছি। প্রাণবন্ত এই ইফতার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সবচেয়ে বড় বিষয়, আমরা সবাই মানুষ। সাধ্যমতো মানুষের জন্য কিছু করার জন্যই এই প্রচেষ্টা।