চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হলেন তরফদার মো. রুহুল আমিন


চট্টগ্রাম: শতবর্ষের বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন।

জানতে চাইলে সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক জানতে চাইলে তরফদার মো. রুহুল আমিন বলেন, অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে এবং সরকারের উন্নয়নযজ্ঞে সক্রিয় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো।

একই সঙ্গে সারা দেশে অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান রাখতে কাজ করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত গত বছর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) টাউন গ্রুপে পরিচালক নির্বাচিত হন সাইফ পোল্টি ফার্মের স্বত্বাধিকারী তরফদার মো. রুহুল আমিন। পরবর্তীতে তিনি সহ সভাপতি নির্বাচিত হন।

তরফদার মো. রুহুল আমিন প্রতিষ্ঠিত সাইফ স্পোর্টিং ক্লাব এখন দেশের ফুটবলের আলোচিত নাম। চট্টগ্রাম বিভাগে ফুটবল নিয়ে আলাদাভাবে কাজ করছেন তিনি। চট্টগ্রাম আবাহনীর সভাপতি হিসেবে তিনি আগে থেকেই পরিচিত। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভাপতি মনোনীত হন বরেণ্য এই ক্রীড়া সংগঠক।