তারুণ্য উৎসব-২০১৬: চূড়ান্ত পর্বে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়

14580460_623046874543887_1095556001_nচট্টগ্রাম:’কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব -২০১৬’-এ আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় (পিসিআইইউ)। বৃহস্পতিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কনফিডেন্স সিমেন্টের অর্থায়নে প্রথম আলো বন্ধুসভা কর্তৃক পঞ্চমবারের মতো আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, আন্তঃস্কুল আইডিয়া জেনারেশন, আন্তঃস্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতাসহ মোট তিনটি কন্টেন্টে অংশগ্রহণ করেছে ২৫ টি স্কুল, ১৮ টি কলেজ ও ১০টি বিশ্ববিদ্যালয়।

শুক্রবার সব কন্টেন্টের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উৎসবে কনফিডেন্স সিমেন্ট ও প্রথম আলো বন্ধুসভার যৌথ স্লোগান ছিলো ‘সুস্থ সংস্কৃতির দীপ্ত চেতনায় তারুন্য বিকাশে আমারাও সহযোগী’।

৬ অক্টোবর তারুণ্য উৎসব -২০১৬ দ্বিতীয় দিনে সন্ধ্যায় আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অধিবেশনে ৬৮-রও বেশি নম্বর পেয়ে চূড়ান্ত পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়। ৭০’রও বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।

পিসিআইইউ’র অংশগ্রহণকারী দল প্রথম আলো বন্ধুসভা প্রদত্ত থিমের ভিত্তিতে মাত্র ১২ মিনিটের স্লটে বর্তমান বাংলাদেশের অবস্থান, চলমান ঘটনাবলি, জঙ্গি তত্পরতা, অর্থনৈতিক অবস্থা, প্রবৃদ্ধি, রেমিটেন্স, নিজস্ব অরথায়নে পদ্মাসেতু নিরমাণ মানবতা বিরোধী বিচার, অসাম্প্রদায়িকতা, দেশনেত্রী শেখ হাসিনা কতৃর্ক আত্মবিশ্বাসের সহিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ও বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থানকে অসাধারণ ও অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনায় ছোট্ট একটি উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে তারা বিচারকদের কাছ থেকে যথার্থ প্রশংসা ও নম্বর পেয়েছেন।

এদিকে তারুন্য উৎসব-২০১৬ আন্তঃবিশবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অধিবেশনে বিচারক ছিলেন: চট্টগামের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুব্রত রায়, আকবর আলী জাকের, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, রাশেদ হাসান ও সংগীত শিল্পী সুশ্রী রায়। অংশগ্রহণকারী বিশবিদ্যালয়গুলো হলো:পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্বববিদ্যালয়, প্রিমিয়ার বিশবিদ্যালয়, চট্টগ্রাম বিশবিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, সাদার্ন বিশবিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভারসিটি ও ক্যান্টনম্যান্ট পাব্লিক কলেজ।

শুক্রবার বিকাল ৫টা থেকে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা আরম্ভ হবে।

এদিকে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের পক্ষে পারফর্মার ইয়াসির সিলমী বলেন, আমারা চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হতে পেরে খুব খুশি, আমরা সেরা পারফরমেন্স দেয়ার চেষ্টা করবো যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দর্শকরা আনন্দিত হয়।