মোদি শপথ নিতে পারেন মঙ্গলবার


দিল্লি: নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জনগণের ম্যান্ডেট পাওয়ার পর এখন সবারই প্রশ্ন, তিনি কবে শপথ নিচ্ছেন। দলীয় উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে দ্যা প্রিন্ট ডটইনের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝিতে তার শপথ অনুষ্ঠান হতে পারে।

এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় তারিখটি হচ্ছে, আগামী মঙ্গলবার, ২৮ মে।

গত লোকসভা নির্বাচনে ১৬ মে ভোট গণনা হয়েছে। আর কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নিয়েছেন ২৬ মে। আর এবারে ২৮ মে-কে সবচেয়ে সম্ভাবনাময় তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জনগণের ম্যান্ডেট পাওয়ার পর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদি বলেছেন, ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে কোনো দলই ভোটারদের ভুল পথে নিয়ে যেতে পারবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়ের পর দলীয় কার্যালয়ে উচ্ছ্বসিত সমর্থক ও কর্মীদের সামনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।