
আন্তর্জাতিক : ভূমিধস জয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তবে শপথের দিন তারিখ এখনো চুড়ান্ত হয়নি। আগামী ২৯ মে (বুধবার) তিনি শপথ নিতে পারেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও টাইমস নাউ নিউজ। সরকারের নতুন মেয়াদে লোকসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে ৫ থেকে ১১ জুনের মধ্যে যেকোনও দিন।
তবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘কলকাতা২৪’ ও ‘নিউজ১৮ বাংলা’ জানিয়েছে, মোদি শপথ নেবেন আগামী ৩০ মে।
টাইমস নাউ নিউজের খবরে বলা হয়েছে, মোদির দ্বিতীয় মেয়াদের এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
তবে শপথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে৷ বৈঠকে নরেন্দ্র মোদি নিজেও উপস্থিত থাকার কথা রয়েছে৷ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে সেই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে৷ এই বৈঠকেই কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হবে৷
একুশে/ডেস্ক/এসসি
