চট্টগ্রাম বন্দরের রিজার্ভ ৯ হাজার কোটি টাকা

port ctgচট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের রিজার্ভ ৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে বলে তথ্য দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার চট্টগ্রাম বন্দরের শহীদ মোঃ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে সনদ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর ৭৬তম স্থানে উন্নীত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম বন্দরের শহীদ মোঃ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ উপলক্ষে সনদ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লয়েড’স লিস্টের বাংলাদেশ সমন্বয়ক ক্যাপ্টেন জিল্লুর রহমান স্বীকৃতির সনদ বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের হাতে তুলে দেন। প্রসঙ্গত ২০০৮-০৯ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮, ২০১৩ সালে ৯০, ২০১৫ সালে ৮৭।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময় অর্জিত এ দেশ পিছিয়ে থাকতে পারে না। চার দলীয় জোট সরকারের সময় সম্পদ গড়ে বিদেশে অর্থ তহবিল গঠন করা হয়েছে। জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চেয়েছে। তখন জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭, এখন ৭ দশমিক ১। তখন ছিল নি¤œ আয়ের গরিব দেশ। এখন নি¤œ মধ্যম আয়ের দেশ। তখন বিদ্যুৎ ছিল ৩ হাজার ৭০০ মেগাওয়াট। এখন ১৪ হাজার মেগাওয়াট।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে চট্টগ্রাম বন্দরের রিজার্ভ ছিল ৩ হাজার কোটি টাকা। যা এখন ৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দর হবে বিশ্বের শীর্ষস্থানীয় একটি বন্দর। খালেদা জিয়ার আমলে মংলা বন্দরকে গলা টিপে হত্যা করা হয়েছিল। সাড়ে ১১ কোটি টাকা লোকসান দিয়েছিল বন্দরটি। আজ ক্যাপ্টেন জিল্লুর রহমান বললেন, লয়েড’স লিস্টে করাচির অবস্থান ৮০তম। আমাদের চেয়ে চার ধাপ নিচে।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নৌমন্ত্রীর উদ্দেশে বলেন, চট্টগ্রাম বন্দরের যে সাফল্য ও অর্জনের ধারাবাহিকতা তা ধরে রাখতে হবে। এখানে বে টার্মিনালসহ যেসব উন্নয়ন পরিকল্পনা রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বন্দরকে সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এর কোনো বিকল্প নেই।

লয়েড’স লিস্ট প্রসঙ্গে ক্যাপ্টেন জিল্লুর রহমান বলেন, লয়েড’স লিস্ট ১৭৩৪ সাল থেকে জাহাজ ও বন্দর বিষয়ক খবরাখবর নিয়ে সাপ্তাহিক কাগজ হিসেবে প্রকাশিত হয়ে আসছে। যা এখনো বন্ধ হয়নি। পরে সাপ্তাহিক থেকে দৈনিক হয়। ২০১৩ সালে হার্ড কপি ছাপানো বন্ধ করে অনলাইন ভার্সন প্রকাশ করা হচ্ছে। প্রতিবছর জরিপ করে শীর্ষ ১০০ কনটেইনার পোর্টের তালিকা তৈরি করে আসছে। ২০১৫ সালের কনটেইনার হ্যান্ডলিংয়ের ওপর ভিত্তি করে তৈরি তালিকায় চট্টগ্রাম বন্দর ৭৬ তম অবস্থানে রয়েছে। করাচি ৮০তম অবস্থানে রয়েছে।

লয়েড’সর স্বীকৃতির বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয় সংসদ সদস্য এমএ লতিফ, এবিএম ফজলে করিম চৌধুরী, শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। তারা এক সঙ্গে কেক কাটেন।