চট্টগ্রাম: মিরসরাইয়ে সিরাজুল ইসলাম (৬১) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বারইয়ারহাট পৌর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজুল ইসলাম করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের মৃত নুরুল হকের পুত্র। তিনি করেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল হামিদ বলেন, সিরাজুল হকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
