
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র) : বিশ্বের শিশুরা ২০ বছরের আগের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।
সেভ দ্য চিলড্রেন মঙ্গলবার তার গ্লোবাল চাইল্ডহুড রিপোর্টে একথা উল্লেখ করে।
রিপোর্টে বলা হয়, বিশ্বের বেশ কয়েকটি দেশে গত দুই দশকে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিশুদের অবস্থার উন্নতি হয়েছে। বিশ্বের ১৭৬টি দেশের মধ্যে ১৭৩টিতেই শিশুদের অবস্থা ভালো হয়েছে। শিশুদের সুরক্ষা দেয়ার ক্ষেত্রে সিঙ্গাপুর সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
বেসরকারি এই সংস্থাটি আরো বলছে, অসুস্থতা, মৃত্যু, বাল্য বিয়েসহ নানা কারণে শৈশব বঞ্চিত শিশুর সংখ্যা ২০০০ সালে ছিল ৯৭ কোটি যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৬৯ কোটিতে।
সিয়েরালিওন, রুয়ান্ডা ও ইথিওপিয়ার মতো দেশগুলোতে গত দুই দশকে শিশুদের জীবনমানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে শিশুমৃত্যুর হারও কমেছে।
যে আটটি নির্ধারক নিয়ে সেভ দ্য চিলড্রেন কাজ করেছে তার মধ্যে কেবল একটি নির্ধারক বেড়ে গেছে। তা হলো সংঘাতে বাস্তুচ্যুত শিশুর সংখ্যা।
সংস্থাটির মতে, ১৯৯৫ সালে যে পরিমাণ শিশু সংঘাতপূর্ণ এলাকায় বাস করতো বর্তমানে তা দ্বিগুণ হয়ে ৪২ কোটিতে দাঁড়িয়েছে।
সিঙ্গাপুর, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, জার্মানী, আয়ারল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া ও বেলজিয়াম তালিকার শীর্ষ ১০ দেশ যেখানে শিশুরা সবচেয়ে সুরক্ষিত। আর তালিকার সর্বনিম্ন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপালিকের অবস্থান। যার কিছুটা উপরে আছে নাইজার ও শাদ।
