চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর লাশ ৪৮ ঘণ্টা পর একই স্থানে ভেসে উঠে। শনিবার সকালে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের তীরে নিয়ে আসে।
নিহত জান্নাতুল মাওয়া পূর্ব জুঁইদন্ডীর চরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং হানিফা আক্তার একই গ্রামের মোস্তাক আহমদের মেয়ে। সম্পর্কে তারা চাচাত বোন। দু’জনই বাঁশখালীর নুরাইন সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, শনিবার সকাল আটটার দিকে মাঝের ঘাট এলাকার জান্নাতুল মাওয়ার লাশ ভেসে ওঠে। এর ঘন্টাখানেক পর একই স্থানে হানুফার লাশও ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দুটি নদী থেকে তুলে তীরে নিয়ে আসে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব জুঁইদন্ডীর ঈশ্বর বাবুর হাটের ঘাট থেকে ছেড়ে যাওয়া নৌকাটি ডুবে যায়। এরপর ওই দুই ছাত্রীর সন্ধানে গত বৃহস্পতিবার ও শুক্রবার নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালান। কিন্তু তাদের খোঁজ মেলেনি। সর্বশেষ শনিবার সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ একই স্থানে ভেসে উঠে।
