চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় একটি টিন শেড বাসা থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে জুলি আক্তার (২৪) নামের এ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, আমবাগান এলাকার একটি টিনের ঘরের ভেতর সিলিংয়ের বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জুলি আক্তারের লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য এটি চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
নিজাম উদ্দীন বলেন, জুলি আক্তারের স্বামী তৌহিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাই কাউকে আটক করা যায়নি। তাকে পাওয়া গেলে জুলির মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যাবে।
জুলির গলায় আঘাতের চিহ্ন ছাড়া শরীরের কোথাও কোন চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।
