বিতর্কিত নির্বাচনকে বৈধতার চেষ্টা কলঙ্কজনক : ছাত্র ইউনিয়ন

ঢাকা : ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ছাত্র ইউনিয়ন। তদন্ত কমিটির মিথ্যাচারের মাধ্যমে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দানের যে চেষ্টা, তা ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার ছাত্র-শিক্ষকসমাজের জন্য কলঙ্কজনক এক অধ্যায় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

শনিবার বিকেলে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক অপূর্ব রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মিডিয়ায় অনিয়মের ব্যাপক প্রমাণ আসা, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, প্রো-ভিসির ‘অনিয়মের প্রমাণ পাওয়া গেছে’ বলে মিডিয়ায় বক্তব্য, পর্যবেক্ষক শিক্ষকদের বিবৃতির পরও তদন্ত কমিটি কোনো অনিয়ম পায়নি, শুধু ভোটারদের সারির ক্ষেত্রে একটু অব্যবস্থাপনা হয়েছে বলে রিপোর্ট প্রদান করেছে।

“নির্বাচনের দিন অনিয়মের প্রেক্ষিতে সম্মিলিত শিক্ষার্থী সংসদ ব্যতীত সবগুলো জোট নির্বাচন বয়কট করেছিল, কারচুপি ও অনিয়মে ভরা ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিল এবং নির্বাচন পরবর্তী সময়ে পুনঃনির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের অনশনরত কয়েকজন সাধারণ শিক্ষার্থীর অনশন ভাঙ্গানোর সময় সঠিক তদন্তের ভিত্তিতে অনিয়মের বিষয় শিক্ষার্থীদের মাঝে উন্মোচন করা হবে বলে প্রশাসন যে আশ্বাস দেন, তদন্ত রিপোর্টে তার বিপরীত ভূমিকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করল।

ছাত্র ইউনিয়ন তদন্ত কমিটির এই রিপোর্টের নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

একুশে/ডেস্ক/এসসি