
ওভাল : জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের টার্গেট দিয়েছে মাশরাফি বাহিনী। ওয়ানডেতেই এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।
এর আগে ওয়ানডেতে ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৩২৯ রান করে বাংলাদেশ। আর বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে একই বছর সর্বোচ্চ ৩২২ রান করেছিল টাইগাররা।
চলতি বিশ্বকাপে শুরুর পাঁচ ম্যাচেও এটি বাংলাদেশ দলের সবচেয়ে বড় স্কোর।
রবিবার (২ জুন) ওভালে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩৩০ রান করেছে বাংলাদেশ।
ব্যাট হাতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দারুণ সূচনা এনে দেন। দলীয় ৬০ রানে ভাঙে ওপেনিং জুটি।
বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে জুটিতে সর্বোচ্চ ১৪২ রান করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
এই ম্যাচেই তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৮৪ বলে ৭৫ রান করেন তিনি।
রেকর্ড জুটি ও ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার পর ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে বিদায় নেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
দলীয় ২৪২ রানে সেই ইমরান তাহিরের বলে ২১ রানে সাজঘরের পথ ধরেন তিনি। দলীয় ২৫০ রানে ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করে ফিরে যান মুশফিকও।
এরপর মাহমুদউল্লাহ-মোসাদ্দেক ৬৬ রানের দারুণ একটা জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু স্কোর এনে দেন।
২৬ রান করে মোসাদ্দেক আউট হলেও ৩৩ বল থেকে ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।
একুশে/ডেস্ক/এসসি
