নারীদের নিয়ে অশালীন মন্তব্য সম্বলিত একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর এর জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে সুন্দরী নারীদের দেখলে পুরুষদের মনের আকাঙ্ক্ষা ও তাদেরকে চুমু খাওয়া নিয়ে বেফাঁস মন্তব্য করতে দেখা যায় তাকে।
গত শুক্রবার ২০০৫ সালে ধারণ করা এই ভিডিওটি ফাঁস করে দেয় ওয়াশিংটন পোস্ট। নির্বাচনের মাত্র এক মাস আগে এই ভিডিও টেপ প্রকাশের ঘটনাকে ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘আমি যা বলেছি ও করেছি তার জন্য দুঃখিত। যারা আমাকে চেনে, তারা জানে এসব কথা আমার ওপর কোন প্রভাব ফেলেনি। আমি ভুল বলেছিলাম, আমি ক্ষমা চাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি কখনো বলিনি, আমি নিখুঁত মানুষ। আমি আগামীতে আরো ভাল মানুষ হওয়ার অঙ্গীকার করছি।’
২০০৫ সালের এক ভিডিও টেপে দেখা গেছে তিনি সগর্বে এক বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টার বর্ণনা দিচ্ছেন। সুন্দরী নারী দেখলেই তিনি চুমু খাওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন।
এএফপি জানায়, ‘অ্যাকসেস হলিউড’ নামের এক অনুষ্ঠানের জন্য এনবিসি টিভির উপস্থাপক বিলি বুশের সঙ্গে এক ভিডিওতে ট্রাম্পকে কথা বলতে দেখা গেছে।
ওই ভিডিওতে বিলি বুশের উদ্দেশে ট্রাম্পকে বলতে শোনা গেছে, ‘তারকা হলে তুমি নারীর সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারো।’ সেখানে কোনো একজন বিবাহিত নারীর বিষয়ে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সে বিবাহিত ছিল।’ এরপর ট্রাম্প ওই নারীর সঙ্গে কীভাবে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন, এ নিয়ে আরও কিছু আপত্তিকর বর্ণনা দেন। তিনি বলেন, সুন্দরী নারী দেখলেই তিনি আকৃষ্ট হন। অপেক্ষা না করে তাদের চুম্বনের চেষ্টা করেন।
ট্রাম্পকে বলতে শোনা যায়, তারকা পুরুষদের এমন আচরণ নারীরা মেনে নেন। তারকা হলে নারীদের সঙ্গে যা ইচ্ছা তাই করা যায়। টিভি উপস্থাপক বিলি বুশকে ট্রাম্প বলেন, ‘নারীদের …খপ করে ধরো। তারপর যা ইচ্ছা করো।’
এমন মন্তব্যের জন্য খোদ রিপাবলিকান পার্টিতেই কঠোর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। পার্টির জ্যেষ্ঠ নেতারা তাকে নিয়ে বিব্রত ও লজ্জিত।
