চট্টগ্রাম: সীতাকুন্ডের ফৌজদারহাট এলাকায় পিডিবি’র শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা অভিযোগে ট্রেন চালক খোরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার এসব সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মঞ্জুর-উল-আলম চৌধুরী এসব বিষয় জানিয়েছেন।
রেল সূত্র জানায়, পিডিবি’র শাটলট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে।
বাকি তিন সদস্য হলেন- বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বিভাগীয় সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার মোঃ সেলিম ও বিভাগীয় প্রকৌশলী-১ রফিকুল ইসলাম। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পিডিবি শাটল ট্রেনের চালক খোরশেদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত গত শনিবার ভোরে সিজিপিওয়াই থেকে ছেড়ে আসা পিডিবি’র একটি শাটল সিগন্যাল অমান্য করে রওনা দেওয়া শুরু করে। বিষয়টি বুঝতে পেরে স্টেশন মাস্টার টেকপয়েন্টে অল্টার করে দেয়। এতে মেইন লাইনে উঠার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয় থেমে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
