চট্টগ্রাম: নগরীর সিএসসিআর হাসপাতালে জীবিত নবজাতককে মৃত ঘোষণা করার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।
রোববার বিকেলে এই তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠিয়ে দেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
তিনি বলেন, ‘রোববার বেলা দুইটার দিকে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন সিলগালা অবস্থায় আমার কাছে জমা দিয়েছে। আমি ওই অবস্থায় বিকেলে তা ডাকযোগে মহাপরিচালক বরাবর পাঠিয়ে দিয়েছি।’
তদন্ত প্রতিবেদনে সিএসসিআর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের গাফিলতির কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘প্রতিবেদনে কী আছে আমি জানি না। কারণ, মহাপরিচালকের নির্দেশে এই কমিটি গঠিত হয়েছিল। তাই আমার দেখার এখতিয়ার নেই।’
এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মো. শাহআলম। কমিটির অপর দুই সদস্য হলেন ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে ও সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী শাহেদুল ইসলাম।
প্রসঙ্গত গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে সিএসসিআর হাসপাতালে জন্মের দুই ঘণ্টা পর এক নবজাতককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত ঘোষণার পর দন্ত চিকিৎসক মা রিদোয়ানা বেগম দেখতে পান নবজাতকটি জীবিত আছে।
