পরিবেশের ক্ষতি করায় এশিয়ান পেপার মিলকে জরিমানা


চট্টগ্রাম: চট্টগ্রামে পরিবেশের ক্ষতি করায় এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানার আদেশ দিয়েছেন অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়জ্জম হোসাইন।

এর আগে গত ২৭ মে হাটহাজারীর নন্দীরহাট এলাকায় এশিয়ান পেপার মিল পরিদর্শন করেন পরিচালক মোহাম্মদ মোয়জ্জম হোসাইন। এ সময় তরল বর্জ্য শোধনাগার অকার্যকর রেখে কারখানা চালানো এবং কারখানার ভেতরে একটি প্রাকৃতিক পুকুরে রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে তাদের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, পরিবেশের ক্ষতি করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা-৭ অনুসারে প্রাথমিকভাবে ‘এনভায়রনমেন্টাল ডেমেজ এসেসমেন্ট’ করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী একমাসের মধ্যে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) চালু করে ২৩ জুনের মধ্যে চালানের মাধ্যমে অঙ্গিকারনামা প্রদানের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।