চট্টগ্রাম: ‘ভুয়া’ দলিলের হোতা রেজিষ্ট্রী অফিসের সেই পিয়ন লিয়াকত আলীর বদলীর আদেশ হয়েছে। বিষয়টি একুশে পত্রিকা ডটকমকে নিশ্চিত করেছেন সদর রেজিষ্ট্রী অফিসের সাব রেজিষ্ট্রার ও জেলার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান।
তিনি বলেন, আগামী ১৯ অক্টোবর থেকে তাকে হাটহাজারী সাব রেজিস্ট্রী অফিসে যোগদানের জন্য আদেশ জারি করা হয়েছে। পিয়ন লিয়াকতের স্থানে ফটিকছড়ি সাব রেজিষ্ট্রী অফিসের পিয়ন জসিম উদ্দিন যোগ দেবেন।
গত ৩০ সেপ্টেম্বর ‘ভুয়া দলিল তৈরীর হোতা পিয়ন লিয়াকত!’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একুশে পত্রিকা ডটকম। সেই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের পর সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়।
