চবি ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন শিরীণ আখতার


চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার উপাচার্য হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমেদ জানান।

এতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ না হওয়ায় পর্যন্ত প্রো-ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত প্রফেসর ড. শিরীণ আখতারের বাড়ি কক্সবাজার জেলায়। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শিরীণ ১৯৭৩ সালে এসএসসি পাশ করেছেন কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। ১৯৭৫ সালে এইচএসসি পাশ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে। ১৯৭৮ তিনি স্নাতক পাঠ নিয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজ থেকে।

ড. শিরীণ আখতার ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিয়েছেন এমএ। ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের তিনজন ঔপন্যাসিক শওকত ওসমান, ওয়ালিউল্লাহ, আবু ইসহাক’ অভিসন্দর্ভের ওপর অর্জন করেছেন পিএইচডি ডিগ্রী।

২০১৬ সালের ২৮ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. শিরীণ আখতার।