চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী নন্দনকানন এলাকায় স্বামীর ইটের আঘাতে খুন হয়েছে স্ত্রী। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়ম বেগম। এ ঘটনায় স্বামী মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

রুবেলে বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাঠিরহাট ইউনিয়নে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) জানান, মদ কেনার টাকা না দেওয়ায় সোমবার সকালে স্ত্রী মরিয়মের সাথে রুবেল ঝগড়া শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে মরিয়মের মাথায় ইট দিয়ে আঘাত করে রুবেল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, নন্দনকানন এলাকায় কাটা পাহাড়ের সড়কের পাশে ভাসমান একটি ঘরে তারা বসবাস করতো। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।