চট্টগ্রাম: নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে রকিব (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, নির্মাণাধীন পাঁচতলা একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান রকিব। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
