চট্টগ্রামে ৩নং সংকেত, ভারী বৃষ্টির সম্ভাবনা

google-maps-weather-irene-650x328চট্টগ্রাম: দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সঞ্চারনশীল মেঘমালার কারনে আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আতিকুর রহমান জানান, সঞ্চারণশীল মেঘমালার কারণে চট্টগ্রামে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। একই সাথে মংলা, পায়রা ও কক্সবাজারকে ৩ নং সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘন্টা চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে।

বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপক’লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শও দেন এই আবহাওয়াবিদ।