চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ভাইকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি অপর এক ভাই গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।
গ্রেফতার লিয়াকত আলী (৩৩) পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ বলেন, গত ২ সেপ্টেম্বর রাতে স্ত্রী ইয়াসমিন আক্তারকে মারধর করে লিয়াকত। এসময় বাধা দিতে গেলে ছোট ভাই আজগরকে ছুরিকাঘাত করে খুন করে লিয়াকত। এ ঘটনায় লিয়াকতের বাবা নাজিম উদ্দিন মামলা করে। এ মামলার আসামি লিয়াকতকে প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়েছে।
