জিয়া চ্যারিটেবল মামলার নথি হাইকোর্টে

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের নথি হাইকোর্টে পাঠানো হচ্ছে জানিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথি হাইকোর্টে পাঠানো হবে।

তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে গত ৩০ এপ্রিল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সাথে নিম্ন আদালতের রায়ের নথি দুই মাসের মধ্যে হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে নথি হাইকোর্টে পাঠানো হচ্ছে।

২০১৮ সালের ২৯ অক্টোবর এ মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং ওই ট্রাস্টের নামে কেনা কাকরাইলের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।

একুশে/এসসি