চট্টগ্রাম: নগরীর বালুছড়া এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ডিপোতে রহস্যজনক আগুনে পুড়েছে পাঁচটি গাড়ি।
বুধবার সকাল ৫টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
