চট্টগ্রাম: জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে মনজুর এলাহী নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। বুধবার সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বিষয়টি একুশে পত্রিকাকে জানিয়েছেন।
র্যাব জানায়, মনজুর এলাহী গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দীপ এলাকায়। তিনি জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে চেকের মাধ্যমে ৪ লাখ ২০ হাজার ও নগদ ৮০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।
চট্টগ্রামের একটি জঙ্গি আস্তানায় অস্ত্র-গোলাবারুদের সন্ধান পাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।
