ইউএস-বাংলা’র ফ্লাইটে যুক্ত হলো নতুন বিমান

আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা অনুযায়ী নতুন বোয়িং ৭৩৭-৮০০ সংযুক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ারক্রাফটি আনুষ্ঠানিভাবে অবতরণ করে।

এসময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ উর্দ্ধতন কর্মকর্তা এবং বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকতারাও উপস্থিত ছিলেন। নতুন এ বোয়িং এ বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনোমি ক্লাসসহ ১৫৮টি আসনের ব্যবস্থা রয়েছে।

শীঘ্রই কলকাতা, কুয়ালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট, দোহাসহ বিভিন্ন রুটে এয়ারক্রাফটি চলাচল করবে বলে জানায় কর্তৃপক্ষ।