
চট্টগ্রাম : নগরের কোতোয়ালী থানা এলাকা হতে এক অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে জানায় পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম, মো. সাইফুল ইসলাম (২৩)। নগরের বায়েজীদ বোস্তামি থানাধীন পূর্ব শহীদ নগরের লেদু হাজীর বাড়ির মো. ইসমাইলের ছেলে সাইফুল।
পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে, জব্দ করা এলজি বায়েজীদ এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। দীর্ঘদিন ধরে সে শহরের বিভিন্ন জায়গা থেকে দেশিয় তৈরি অস্ত্র সংগ্রহ করে বেশী দামে বিক্রি করে আসছে।
নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান গ্রফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
একুশে/এসসি
