চট্টগ্রামে তোয়ালের গুদামে আগুন

fire picচট্টগ্রাম: নগরীর সিইপিজেডে (চিটাগং এক্সপোর্ট প্রসেসিং জোন) মিতালি টেক্সটাইল নামে একটি তোয়ালে কারখানার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সেক্টরে অবস্থিত মিতালি টেক্সটাইল লিমিটেডের কারখানার গুদামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, চারতলা কারখানা ভবনের ছাদে অবস্থিত একটি গুদামে আগুন লাগে। আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিড়ি-সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে জানিয়ে তিনি বলেন, আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ তোয়ালে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি। কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।