
ভারত : ভারতের পুনে শহরে কোন্ধোয়া এলাকায় একটি আবাসিক ভবনের পাশে দেয়াল ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। নিহতের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবাসিক ভবনের সীমানা দেয়ালটির লাগোয়া নিচের দিকে বেশ কয়েকটি টিনশেডের ঘর ছিল। সেখানে একটি প্লট নির্মাণকাজের শ্রমিকরাই এই টিনশেডগুলোতে থাকতেন। ভারী বৃষ্টিপাতে মাটি আলগা হয়ে যাওয়ার পর দেয়ালের একাংশ ধসে গিয়ে ওই খুপড়ি ঘরগুলোর ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটের দিকে দেয়ালটি ধসে পড়ার পরপরই দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ও দমকল বিভাগের উদ্ধারকর্মীরা ছুটে আসেন।
শনিবার (২৯ জুন) স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটের দিকে এ দেয়াল ধসের ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। দমকল বাহিনী, পুলিশ ও এনডিআরএফ যৌথভাবে দেয়াল ধসের ঘটনার তদন্ত করছে।
বৃহস্পতিবার থেকেই পুনেতে তুমুল বর্ষণ শুরু হয়। শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; ২০১০ সালের জুনের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ।
পুনের পুলিশ প্রধান কে ভেঙ্কটেশাম বলেছেন, আমাদের দল এ ঘটনার কারণ অনুসন্ধান করছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠিকঠাক অনুমোদন নেওয়া হয়েছিল কিনা, নিরাপত্তা সতর্কতা অনুসরণ করা হচ্ছিল কিনা তা আমরা খতিয়ে দেখবো।
স্থানীয় গণমাধ্যমগুলোর ছবিতে দেয়াল ধসের পর ধ্বংসস্তূপের ওপর বেশ কয়েকটি গাড়িকে কোনাকুনি অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
দেয়ালটির ভেতরের দিকে পার্ক করে রাখা এ গাড়িগুলো ধসের পর ধ্বংসস্তূপের ওপর এসে পড়ে।
একুশে/ডেস্ক/এসসি
