ট্রাম্প-কিমের সাক্ষাৎ হবে দুই কোরিয়ার সীমান্তে

আন্তর্জাতিক : দুই কোরিয়াকে বিভক্তকারী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে অল্প সময়ের জন্য সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে উত্তর কোরিয়া কোনো মন্তব্য করেনি। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, তিনি ও কিম উভয়েই ওই জোনে পরস্পরের সঙ্গে মিলিত হতে চাইছেন বলে রোববার জানিয়েছেন ট্রাম্প।

এক টুইটে আপাত স্বতঃস্ফূর্ত আমন্ত্রণে ওই জোন পরিদর্শনের সময় তার সঙ্গে যোগ দিতে কিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প, তার ফলশ্রুতিতেই দুই নেতার নজিরবিহীন এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (৩০ জুন) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ওই জোন পরিদর্শনে যাবেন ট্রাম্প, সেখানেই তার সঙ্গে কিমের দেখা হবে।

বিবিসি জানিয়েছে, দুই কোরিয়ার সীমান্তে তারা ‘শান্তির জন্য হ্যান্ডশেক’ করবেন বলে সিউলে এক যৌথ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

রোববার সকালে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করার পর এক সংবাদ সম্মেলনে দুই কোরিয়ার ব্যাপক অস্ত্রসজ্জিত সীমান্ত পরিদর্শনে থাকার সময় ডিএমজেড-এ কিম তার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমরা দেখবো। তিনি খুব করে চান। এটি বাস্তবায়নের চেষ্টা চলছে। আমরা উভয়েই এটি করতে চাই।

বৈঠকে স্যামসাং, হিউন্দাই মোটর, লোটে, এসকে ও পুংসান গ্রুপের প্রধানরাও উপস্থিত ছিলেন।

এর আগে জি২০ সম্মেলন শেষে জাপানের ওসাকা থেকে শনিবার রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল গিয়েছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করার জন্য সেখানে গিয়েছেন তিনি। এখানেই সবাইকে বিস্মিত করে পূব পরিকল্পনা ছাড়াই কিমের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তাব দিয়ে ওই টুইট করেন ট্রাম্প।

একুশে/ডেস্ক/এসসি