
চট্টগ্রাম : যাত্রিদের মারধর করে নদীতে ফেলে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয়।
আটক তিন আসামি হলেন ,মো. কামরুল হাসান, মো. সাইফুল ইসলাম ও মো. শাহীন।
গত ২৭ জুন বৃহস্পতিবার সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে দুই প্রবাসীসহ চার যাত্রিকে মারধর ও নদীতে ফেলে দেয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে এরা যাত্রিদের নানাভাবে বিভিন্ন রকমের হয়রানি করে আসছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম জানান, গতকাল রাতে অভিযান পরিচালনা করে যাত্রিদের নদীতে ফেলে দেয়ার ঘটনায় দায়েরকৃত তিনজনকে আটক করা হয়েছে। আটক আসামিরা সকলেই ঘাটের তালিকা ভুক্ত কুলি।
একুশে/এসসি
