ঢাকা পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট জিনপিং

china-priদুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে এসেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেন।

এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেন তিনি। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য। পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

সফরের প্রথম দিনেই দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন চীনা রাষ্ট্রপতি। এরপর বিকেল ৪টায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

এছাড়া জাতীয় সংসদের স্পিকারের সঙ্গেও সাক্ষাত করবেন তিনি। চীনা রাষ্ট্রপতির এ সফরে ২৫টি মেগা প্রকল্পে রেকর্ড বিনিয়োগের চুক্তির সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, সড়ক যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। দীর্ঘ ৩০ বছর পর দ্বিতীয়বারের মতো এটাই চীনের কোন প্রেসিডেন্টের ঢাকা সফর।