ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পদে প্রথম নারী মনোনীত

ইউরোপ : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টেন ল্যাগার্ডকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রথম নারী প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। ৬০ বছর বয়সী এ নারীই ইইউ কমিশনের বর্তমান প্রধান জঁ ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। পরবর্তী মেয়াদে কমিশনের শীর্ষ পাঁচ পদে কারা থাকছেন তা নির্ধারণে কয়েকদিন ধরেই টানা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউরোপের নেতারা। তাদের আলোচনাতেই উরসুলার নাম চূড়ান্ত হয়েছে।

প্রতিদ্বন্দ্বী ডাচ লেবার নেতা ফ্রান্স টিমেরম্যানের নাম খারিজ হয়ে যাওয়ার পর অনেকটা আকস্মিকভাবেই জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ফন দার লায়েনের নাম চলে আসে।

আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টেন ল্যাগার্ডকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রথম নারী প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

বেলজিয়ামের উদারপন্থি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী চার্লস মাইকেল ইউরোপিয়ান কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের স্থলাভিষিক্ত হবেন। স্পেনের জোসেফ বোরেলের নাম প্রস্তাব করা হয়েছে ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান পদে।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে বুধবার। এ পদে সম্ভাব্যদের মধ্যে আছেন জার্মান মধ্য-ডানপন্থি নেতা ম্যানফ্রেড ওয়েবের ও বুলগেরিয়ার সোশালিস্ট নেতা সের্গেই স্টানিশেভ।

শীর্ষ পাঁচ পদে মনোনীতদের বেশিরভাগেরই চূড়ান্ত অনুমোদন দিবে ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপের নেতারা আলাপ-আলোচনার ভিত্তিতে বিভিন্ন জনকে মনোনীত করলেও বেশিরভাগ পদেই ইউরোপিয়ান পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদন লাগবে।

একুশে/ডেস্ক/এসসি