জাবিতে রণক্ষেত্র, গোলাগুলি, আহত ৩০

ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক হলের সংযোগস্থল বটতলা মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুগ্রুপের মধ্যে থেমে থেমে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটার দিকে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিষ্টি খাওয়া নিয়ে বটতলা মোড়ে দুই আবাসিক হল শাখা ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটির পর দুই হলের নেতাকর্মীরা পিস্তল, রামদা, রড, হকিস্টিক নিয়ে বটতলায় জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান, শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

একুশে/এসসি