
ক্রিকেট : বিশ্বকাপ শেষ ম্যাচে ইনজুরির কারণে খেলছেন না মুশফিকুর রহিম। তাঁর জায়গায় ফিরছেন মাহমুদু্ল্লাহ। কাফ মাসলের চোট যদিও শতভাগ কাটিয়ে উঠতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে ম্যাচ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় এসেছেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে না পারা এই মিডলঅর্ডার।
দুজন বাদে আজকের স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন আসবে না। তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখা যাবে। তামিমের সঙ্গে আজও ওপেনিং করবেন সৌম্য। এই মারকুটে ব্যাটসম্যান যদিও ধারাবাহিক ফর্মে নেই তথাপি তাকে ছেঁটে ফেলার ইচ্ছা নেই টিম ম্যানেজমেন্টের।
হ্যামস্ট্রিংয়ের চোটে ধুঁকে বিশ্বকাপে বিবর্ণ থাকা মাশরাফি বিন মুর্তজা বিশ্রাম নেবেন কিনা, এই দোলাচল ছিল বৃহস্পতিবার দিন জুড়েই। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, রাতে টিম মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানের বিপক্ষে খেলবেন অধিনায়ক। ম্যাচের দিন সকালে চোটের অবনতি না হলে কিংবা কোনো কারণে ভাবনার পরিবর্তন না হলে, লর্ডসে টস করবেন মাশরাফিই। সে ক্ষেত্রে তিনি ব্যাট করবেন নয়ে।
ভারতের বিপক্ষে ম্যাচ থেকে একাদশে পরিবর্তন আসতে পারে আরেকটি। অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরতে পারেন একাদশে। তাকে জায়গা দিতে বাইরে যেতে হবে রুবেল হোসেনকে। তবে শেষ পর্যন্ত রুবেলকে খেলানো হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল/মিরাজ।
একুশে/এসসি
