চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান চারতলা বিশিষ্ট এ ভবনের উদ্বোধন করেন। এখন এ অফিস থেকেই নগরীর চান্দগাঁও, কর্ণফুলী, কোতোয়ালী, চকবাজার, পাঁচলাইশ, বাকলিয়না থানা এবং দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বাসিন্দারা সেবা নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, ২০০৯ সাল পর্যন্ত দেশে পাসপোর্ট অফিস ছিলো ১৭টি। বর্তমান সরকার প্রতি জেলায় ১ টি করে পাসপোর্ট অফিস নির্মাণের উদ্যোগ নেয় এবং ৬৪ জেলায় ৬৭ পাসপোর্ট অফিস নির্মাণের প্রকল্প গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সারা দেশে এ পর্যন্ত ৩৪টি অফিসের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক জানান, দেশে এ পর্যন্ত ১ কোটি ৫২ লাখ নাগরিককে মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশের ১ কোটি নাগরিকও পেয়েছেন এমআরপি।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা সহ অধিদফতরের উর্দ্ধতন কর্মকর্তারা।
