
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কলা অনুষদ ভবনের তিন তলার ইতিহাস বিভাগের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে দশটার দিকে কলা ভবনের তৃতীয় তলার ৩১৫ নম্বর কক্ষে আগুন লাগে। এতে তিন তলা ধোঁয়ায় আচ্ছন্ন হলে শিক্ষক-শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। হাটহাজারি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে ইতিহাস বিভাগের সভাপতি বকুল চন্দ্র চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। একটি সংস্থার অনুদানে কক্ষটিতে ডেকোরেশন করা হয়েছিল। আগুনে পুড়ে যাওয়ায় অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন অফিসার আবু জাফর বলেন, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
