বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে জয়ের বড় স্বপ্ন অবশ্য দেখছে না বাংলাদেশ। ড্র-তেই খুশি হবেন মুশফিকুর রহিমরা। সিরিজে স্বাগতিকদের সবচেয়ে হুমকি হয়ে উঠতে পারেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ও জো রুট। এই দুজনকে ঠেকানোটাই মূল কাজ মনে করছেন তামিম ইকবাল।
সাদা পোশাকের ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক ছাড়িয়েছেন কুক। এবং ফর্মের তুঙ্গে আছেন ওডিআই সিরিজে বিশ্রামে থাকা থাকা রুট। তাই এ যুগল টাইগারদের ভোগাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ওপেনার তামিমও অন্তত সেটাই মনে করছেন। বলেছেন, ‘খুব ভালো ফর্মে আছে ইংল্যান্ড। দলের সবাই ভালো খেলছে। তবে সব দলেই এক-দুজন খেলোয়াড় থাকে, যাদের কথা আলাদা করে ভাবতে হয়। এই সিরিজে আমাদের ভাবতে হবে কুক আর রুটটকে নিয়ে। টেস্ট সিরিজে কুক আর রুটই হবে আমাদের মূল টার্গেট।’
এ দু’জনকে মোকাবেলা করাটা সতীর্থ বোলারদের জন্য কঠিন হবে সেটাও মানছেন টেস্ট দলের সহ-অধিনায়ক, ‘কুক টেস্টে সাড়ে ১০ হাজারের বেশি রান করেছে। রুটও রান করেই যাচ্ছে। অন্য ব্যাটসম্যানদের ওপর থেকে মনোযোগ সরানো যাবে না, কিন্তু এ দুজনকে যে করেই হোক ভালোভাবে সামলাতে হবে।’
বোলারদের চ্যালেঞ্জ কুক-রুট, আর ব্যাটসম্যানদের সামলাতে হবে আদিল রশিদকে। আফগানিস্তান সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লেগ স্পিনের সামনে ব্যাটসম্যানদের দুর্বলতা প্রকট হয়ে ধরা পড়েছে। তিন ওয়ানডেতে ১০ উইকেট নেওয়া আদিল রশিদ তো আছেনই, ইংল্যান্ডের টেস্ট দলে যোগ হয়েছেন দুই মৌসুমি লেগিও। একজন মিডল অর্ডার ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স ও আরেকজন অভিষেকের অপেক্ষায় থাকা ১৯ বছর বয়সী হাসিব হামিদ। লেগ স্পিনারদের প্রসঙ্গ উঠতেই তামিম সতর্কবার্তা জারি করলেন ব্যাটসম্যানদের জন্যও, ‘আমরা লেগ স্পিনারদের ভালোভাবে খেলতে পারছি না। আদিল রশিদের ১০ উইকেট পাওয়া সেটাই প্রমাণ করে। কিছু উইকেট হয়তো ও বাজে বলে পেয়েছে, তবে লেগ স্পিনারদের বলে আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।’
