ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেলেন ওপেনার আব্দুল মজিদ। ৯২ রানে আঘাত পেয়ে মাঠ ছাড়লেও ফিরে এসে নিজের শতক তুলে নেন এই ব্যাটসম্যান। তার ১৩২ বলের ইনিংসটিতে ছিল ১৬টি চার ও একটি ছক্কা।
তার শতক ও নাজমুল হোসেন শান্তর ৭২ রানের উপর ভর করে ২৮৭ রান করেছে বিসিবি একাদশ। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত করেছেন ৪৭ রান। নুরুল হোসেন করেছেন ৩৯ রানে। এছাড়া দুই অঙ্ক পৌঁছাতে পারেনি কোনো ব্যাটসম্যান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করার জন্যই যেন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন আব্দুল মজিদ। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন আনসারি। প্রথম শ্রেনীর ক্রিকেটে ৬টি শতক রয়েছে মোসাদ্দেকের।
