ইংল্যাস্ডের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রবিবার ১৪ সদস্যের দল ঘোষণা করে বোর্ড। দলের অধিনায়ক থাকছেন মুশফিকুর রহিম।
দলে নতুন সুযোগ পেয়েছেন সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বী বাপ্পী ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বী
