বান্দরবানে স্রোতে ভেসে গেছে আদিবাসী যুবক

বান্দরবান : বান্দরবানে বন্যার স্রোতে ভেসে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে রাজবিলা ইউনিয়নের মনঞ্জয় পাড়া ঝিড়ি পারাপার কালে এঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মনঞ্জয় পাড়া ঝিড়ি পারাপার কালে ঝিড়ির প্রবল স্রোতে ভেসে যায় অংসিনু মার্মা (৩৪) পিতাঃ শোয়েঅং মারমা সাং- মনজয় পাড়া (৯নং ওয়ার্ড) রাজবিলা। রোববার বেলা ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ সদস্য ও উদ্ধারকারীরা উপস্থিত হয়েছেন। তারা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।